নাটোরে মাইক্রোবাসে করে ৬২ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ছাড়াও একটি মাইক্রোবাস, ১০টি মোবাইল ফোন ও ১৭টি সিমকার্ড জব্দ করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- কুমিল্লা জেলার কোতোয়ালী থানার মো. সোহেল মিয়া (২৮), মাইক্রোবাস চালক জুয়েল আহম্মেদ (২৪), কাউছার আহম্মেদ (২৩), নিয়ামত হোসেন (২৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার রুহুল আমিন (২৫), শাকিল আহম্মেদ (২৫), মোছা. সাদিয়া আক্তার (১৯) ও খোরশেদ আলম (২৭)।
র্যাব সূত্র জানায়, র্যাব নাটোর ক্যাম্পের একটি দল আজ মঙ্গলবার বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার দুঁপচাচিয়া থানার বাসস্ট্যান্ডে বগুড়া থেকে নওগাঁ গামী মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানের সময় প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ৬২ কেজি শুকনো গাঁজা জব্দ করে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, জব্দকৃত গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মাইক্রোবাসে পরিবহন করা হচ্ছিল। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/আবু জাফর