ফেনীর পরশুরামে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সাব্বির হোসেন (৭) ও ফরহাদ হোসেন (৭)। মঙ্গলবার দুপুরে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর চন্দনা মজুমদার বাড়িতে এই ঘটনা ঘটে। সাব্বির একই বাড়ির মো. শাহ আলমের ছেলে ও ফরহাদ মধ্যম চিথলিয়া ইউনিয়নের শাহ আলমের ভাতিজা রিপনের ছেলে। দুই শিশু মধ্যম চন্দনা গ্রামের স্থানীয় নূরানী মাদ্রাসার ছাত্র ছিল।
পারিবিারিক সূত্রে জানা যায়, দুপুর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুুপুর ১টার দিকে বাড়ির পুকুরে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে পুরিশ লাশ দুইটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বিডি প্রতিদিন/এএম