কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব-১৫ সদস্যরা। এসময় তার কাছ থেকে ৩০ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়।
সোমবার (২৮মার্চ) রাতে টেকনাফ পৌরসভার ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিয়ানমার মংডু থানার দলিয়া পাড়া বাসিন্দা মৃত জল আহম্মদের ছেলে মো. হোসেন (৩০)।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (ল'এন্ড মিডিয়া) অতি. পুলিশ সুপার মো. বিল্লাহ উদ্দিন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার শীলবনিয়া পাড়া জামে মসজিদের সামনে টেকনাফ-শাহপরীর দ্বীপগামী সড়কে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত নগদ টাকা ও ইয়াবাসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম