রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ফিডমিল এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে অজ্ঞাত এক নারী (৪৬) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক পাড় হতে গিয়ে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে এ পথচারী নিহত হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়াগামী একটি ট্রাক গোয়ালন্দ ফিডমিল এলাকায় পৌছায়। এ সময় দৌলতদিয়া ফেরিঘাট থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই যানবাহনের মাঝে চাপা পড়ে অজ্ঞাত নারী নিহত হয়। এ সময় আরও ৬/৭ জন আহত হয়। আহতদের স্থানীয় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্তের কাজ চলমান। দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভির উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
বিডি প্রতিদিন/এএম