রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তর প্রক্রিয়ার ১৩তম দফার প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৩৯টি বাসে ১ হাজার ৯৯৯জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরের উদ্দেশ্যে উখিয়া ছেড়েছে।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া শরণার্থী ক্যাম্পে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত কক্সবাজারের আর্মড পুলিশ ১৪ ব্যাটালিয়নের পুলিশ সুপার (এসপি) নাইমুল হক। তিনি জানান, এবার দুপুরে প্রথম অংশে বিভিন্ন ক্যাম্প থেকে ১০৯৬ জন, বিকেলে দ্বিতীয় পর্যায়ে আরো ৯০৩ রোহিঙ্গা ভাসানচরে উদ্দেশে চট্টগ্রামে রওনা দিয়েছে। সাথে রয়েছে ১৭ জন অতিথি রোহিঙ্গা, যারা ভাসানচর বেড়াতে যাচ্ছেন। ২টি খালি বাস, অ্যাম্বুলেন্স ৩টি, পুলিশের গাড়ি ৩টি এবং রোহিঙ্গাদের মালামাল বহনকারী কাভার্ড ভ্যান ১০টি। এসব রোহিঙ্গরা মঙ্গলবার রাতে চট্টগ্রামে থাকবেন এবং সেখান থেকে বুধবার সকালে নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরে যাবেন।
এ বিষয়ে অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসু দ্দৌজা নয়ন জানান, এবার ৬৬৭ পরিবারের প্রায় ২ হাজার রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে উখিয়া থেকে রওনা দিয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল