বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত মঙ্গলবার সকালে গাজীপুরস্থ বাউবি ক্যাম্পাসের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিল্প ও সাংস্কৃতিক বোধ শীর্ষক লোক বক্তৃতা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি অংশ গ্রহণ করে লোক বক্তৃতা উপস্থাপন করেন চিত্রশিল্পী অধ্যাপক মু. আবুল হাশেম খান। বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক সাখাওয়াত হোসেন।
বিডি প্রতিদিন/এএ