নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মাঝগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. আইনুল হকের ২০ তম মৃত্যুবার্ষিকী যথাযথভাবে পালিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে বনপাড়া শহরের ডা. আইনুল হক চত্বরে তার ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকাসহ কালো পতাকা উত্তোলন করা হয়।
মহিষভাঙ্গাস্থ বাসভবন সংলগ্ন কবরে পুস্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ শহীদ ডা. আইনুল হকের কবরে পুস্পস্তবক অর্পণ করেন। পরে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল