বরিশালের গৌরনদী উপজেলায় পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম’র উপর হামলার ঘটনায় যুবলীগ কর্মী আসাদ আকনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় তাকে। আসাদ গৌরনদী পৌর শহরের দিয়াশুর গ্রামের রুমান আকনের ছেলে।
পুলিশ জানায়, গত সোমবার সকালে আসাদ আকন তার সহযোগীদের নিয়ে পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম জুলফিকার হায়দার চৌধুরীর অফিস কক্ষে প্রবেশ করে। এ সময় বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে ডিজিএমের উপর হামলা চালায় আসাদ। এ ঘটনায় ডিজিএম বাদী হয়ে ওইদিনই গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালে পুলিশ আসাদকে গ্রেফতার করে।
গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসাদ আকনকে দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এ বিষয়ে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার বলেন, আসাদ যুবলীগের কেউ নয়। তার অপকর্মের দায়ভার যুবলীগ নেবে না।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন