প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অডিট অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার সময় সাইফুল ইসলাম মোস্তফা (৬৮) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উত্তর পূর্ব আলীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দুই হাজার টাকা হাতিয়ে নেয়ার সময় শিক্ষকদের সন্দেহ হলে তাকে আটক করে চরফ্যাশন থানায় সোপর্দ করেন। আটককৃত প্রতারক সাইফুল ইসলাম মোস্তফা নিজেকে দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামের মহিবুল্লার ছেলে এবং ভোলা বিশ্ব রোড এলাকার কুদ্দুস মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে জানান।
জনতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনন্দা সরকার জানান, গত রবিবার সকালে ওই প্রতারক তার বিদ্যালয়ে যান। নিজেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অডিট অফিসার পরিচয় দেন। বিদ্যালয়ের নানান সমস্যা ও অনিয়মের অভিযোগ রয়েছে বলে শিক্ষকদের শোকজের ভয় দেখিয়ে উর্ধতন কর্তৃপক্ষকে ম্যানেজ করার জন্য টাকা দাবী করেন। শোকজের ভয়ে শিক্ষকরা সবাই মিলে তার হাতে ১০ হাজার টাকা তুলে দেন। ওই টাকা নিয়ে তিনি চলে যান।
মঙ্গলবার সকালে ফের তিনি চরফ্যাশন উত্তর পূর্ব আলীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নিজকে শিক্ষা অধিদপ্তরের অডিট অফিসার পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেয়ার পর বিষয়টি শিক্ষকদের সন্দেহ হলে উপজেলা শিক্ষা অফিসে খোঁজ নিয়ে জানেন অডিট করতে অধিদপ্তরেে কোন অডিট অফিসার চরফ্যাশনে আসেননি। অডিট আসলে তাদেরকে আগে অবহিত করতো। তখন তারা ধৃত প্রতারককে একটি কক্ষে আটকে রাখে। পরে চরফ্যাশন থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
চরফ্যাশন থানা পুলিশ হেফাজতে থাকা প্রতারক সাইফুল ইসলাম মোস্তফা জানান, সংসার চালাতে হিমশিম খেয়ে অভাবের কারণে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন।
চরফ্যাশন থানার ওসি মনির হোসেন জানান, আটককৃত প্রতারককে থানায় প্রাথমিকভাবে জিজ্ঞাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম