'গাহি সাম্যের গান সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা'-এই শ্লোগান নিয়ে নাটোরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশের সূচনা করা হয়।
সংগঠনের জেলার আহব্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সম্প্রীতি বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, রাজশাহী বিশ্ববিদ্যালেয়র শিক্ষক ড. আনিসুজ্জামান, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ