রমজান মাস উপলক্ষে বোয়ালমারীতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করছে টিসিবি। এতে পণ্য কিনতে ভিড় করছে সীমিত আয়ের মানুষ।
মঙ্গলবার (২৯ মার্চ) বোয়ালমারী উপজেলায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শনে গেলে দেখা যায়- ফ্যামেলি কার্ডে কম দামে টিসিবির তেল, ডাল ও চিনি বিক্রি চলছে। প্রতি পরিবারের মাঝে রমজান উপলক্ষে ৪৬০ টাকায় ২ কেজি তেল, ২ কেজি চিনি ও ২ কেজি ডালের প্যাকেজ বিক্রি করছে টিসিবি। বাজারে একটি প্যাকেজের এসব পণ্যের মূল্য ৭০০ টাকারও বেশি। রমজানের আগে বাজার মূল্যের চেয়ে কমদামে এসব নিত্য পন্য কিনতে পেয়ে খুশি এলাকার নিম্নমধ্যবিত্ত ও হতদরিদ্র মানুষ।
বোয়ালমারী গুনবহা ইউনিয়নের সোয়েব আলী বলেন, বাজারের দামের চেয়ে কম দাম হওয়ায় আমাদের খুব উপকার হয়েছে। বোয়ালমারীর গুনবহা ইউনিয়ন পরিষদে এদিন টিসিবির এসব পণ্য বিক্রির তদারকী করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দিপক রায় ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ