মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় আশরাফুল ইসলাম (৩২) নামের এক পথচারী নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম পুরাতন দরবেশপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল সকালে হাঁটতে বের হয়। এসময় মেহেরপুর অভিমুখে আসা কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। পরে স্থানীয়রা আশরাফুলকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসি শাহা দারা খান পিপিএম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা