দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জন্মদিন উদযাপন করেছে নড়াইলের এক শিশু। বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গত ১৫ মার্চ। তবে ২৯ মার্চ (মঙ্গলবার) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের একটি ভিডিও দেখে নড়াইলের জোহানা হোসেন তার পিতার নিকট আবদার করে “বাংলাদেশ প্রতিদিন’’ লেখা কেক নিয়ে আসতে। কারণ সেও কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের জন্মদিন উদযাপন করবে।
মেয়েকে ব্যাংক কর্মকর্তা পিতা বোঝানোর চেষ্টা করেন, ‘বাংলাদেশ প্রতিদিনের জন্মদিন উদযাপনের নির্ধারিত দিনটি পার হয়ে গেছে।’
কিন্তু তা কিছুতেই মানতে রাজি নয় ৫ বছরের জোহানা। অভিমান করে সে জানিয়ে দেয়, ‘বাংলাদেশ প্রতিদিনের জন্মদিনের কেক না এনে দিলে আমি কিছুই খাবো না। ঠিক আছে?’
মেয়ের কাণ্ড দেখে বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত পাঠক পিতার মন গলে যায়। মেয়ের আবদার মেটাতে বাংলাদেশ প্রতিদিনের লোগো সংবলিত একটি পাঁচ পাউন্ডের কেক নিয়ে আসেন। কেক দেখে তো ভীষণ খুশি জোহানা। ২৯ মার্চ (মঙ্গলবার) রাত ৮টার দিকে জোহানা পরিবারের সবাইকে নিয়ে কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের জন্মদিন উদযাপন করে।
জোহানার ছোট্ট এই উদযাপনের সঙ্গী হয়েছিলেন দাদি আলেয়া বেগম, বাবা বাংলাদেশ কৃষি ব্যাংক নড়াইল শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা মো. জোনায়েদ হোসন ও মা নির্জনা খানম। জোহানার মা জানিয়েছেন, ‘চলতি বছরের শুরুতে কিন্ডারগার্টেন স্কুলে প্লে গ্রুপে ভর্তি হয়েছে জোহানা।’
বিডি প্রতিদিন/ফারজানা