বগুড়ার শেরপুরে সরকারি দপ্তর তুলা উন্নয়ন বোর্ডের কার্যালয়ে রাতের আঁধারে চলা জুয়ার আসরে হানা দিয়েছে পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ ওই অফিসের নৈশ্য প্রহরীসহ সাত জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামস্থ একটি ইটখোলার মধ্যে জুয়ার আসরেও পৃথক অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে বগুড়ায় আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন- পৌরশহরের উলিপুরপাড়া এলাকায় অবস্থিত তুলা উন্নয়ন বোর্ডের নৈশ্যপ্রহরী জাহিদুল ইসলাম (৩৫), একই এলাকার সোহেল রানা (৩৮), নূর আলম (৩০), আব্দুস সোবহান (৪২), শহরের শ্রীরামপুরপাড়া এলাকার মো. রফিক (৫৮), একই এলাকার আব্দুস সালাম (৫৮) ও উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকার মিরাজ উদ্দিন (৪২)।
এদিকে বনমরিচা গ্রাম থেকে আটক জুয়াড়িরা হলেন- বনমরিচা মধ্যপাড়া গ্রামের আব্দুল হামিদ (৫০), আব্দুর রাজ্জাক (৪০), শহিদ প্রামাণিক (৫২), রুবেল মিয়া (৩৫) ও শাহাদাত সরকার (২১)।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফ হোসেন জানান, বেশ কিছুদিন ধরেই পুলিশের চোঁখ ফাকি দিয়ে তুলা উন্নয়ন বোর্ডের নৈশ্যপ্রহরী জাহিদুল ইসলামের নেতুত্বে সরকারি দপ্তরটির একটি জমজমাট জুয়া খেলা চলছিল। গোপনে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালানো হয়। সেইসঙ্গে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে তাদেরকে আটক করা হয়েছে। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ কিছু নগদ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এছাড়া বনমরিচা গ্রামস্থ একটি ইটখোলার মধ্যে চলা জুয়ার আসরেও অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আটক হওয়া পাঁচ জুয়াড়িসহ মোট গ্রেপ্তারকৃত ১২জনের বিরুদ্ধে জুয়া আইনে পৃথক দুইটি মামলা দিয়ে বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল