কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও লাগামহীন দুর্নীতির প্রতিবাদে মানিকগঞ্জে বিএনপির প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিএনপির দলীয় কার্যালয়ে সকাল ১০ টা থেকে এ কর্মসূচি শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যোন কান্ত পন্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূইয়া হাবু, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/হিমেল