কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
আটককৃত মাদক কারবারি করইবনিয়ার সৈয়দ আলমের ছেলে মোঃ হোছন (২৫)।
বুধবার গভীর রাতে উখিয়া থানার এস আই আল আমিন, এ এস আই হাসানুজ্জামান, এ এস আই রাজীবের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে আটক করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ