পাপ মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় নাটোরে পূণ্যার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হল বারুনী গঙ্গা স্নান উৎসব।
বুধবার সকালে নাটোর সদর উপজেলার বাকসোর ঘাট এলাকায় গদাই নদীতে ভোর থেকে শুরু হয় এই গঙ্গা স্নান উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পূণ্যার্থীরা পুজা, অর্চনা এবং চণ্ডপাঠের মাধ্যমে এই গঙ্গা স্নান উৎসবে অংশগ্রহণ করেন।
প্রতি বছর দোল পূর্ণিমার ১২ দিন পর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এ পূণ্য স্নান অনুষ্ঠিত হয়ে থাকে। পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনায় স্নান ও পুজা শেষে পরম শান্তিতে তারা আবার ফিরে যায় সংসার জীবনে।
এছাড়াও রাতে আয়োজন করা হয় কালীপুজার। এ উপলক্ষে বাকসোর ঘাট এলাকায় রকমারি পসরা নিয়ে বসেছে মেলা।
বিডি প্রতিদিন/কালাম