ফরিদপুরে পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে জেলার একমাত্র নৌবন্দর সিঅ্যান্ডবি ঘাটে জাহাজ-কার্গো ভিড়তে না পারায় কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার শ্রমিক। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নদী খননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বন্দরে থাকা কর্মহীন শ্রমিকেরা।
বুধবার বেলা ১১টায় ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আব্দুর রহিম জোয়ারর্দার, মো. মনোয়ার ফকির, মো. মানোয়ার ফকির, আবুল হাসেম বেপারী, আবুল কালাম আজাদ প্রমূখ। বক্তারা দ্রুতই পদ্মা নদীর ডুবোচর কেটে নাব্যতা ফিরিয়ে এনে সিঅ্যান্ডবি ঘাট নৌ বন্দরটি চালু রাখার জন্য সরকারের কাছে দাবি জানান।
নৌ-বন্দরে কর্মরত বিভিন্ন সেক্টরের শ্রমিক নেতারা জানান, নৌ-বন্দরটিতে জাহাগ-কার্গো না আসার ফলে বন্দরে কর্মরত প্রায় ৫ হাজার শ্রমিক পরিবার পরিজন নিয়ে মানবেতর ভাবে দিন যাপন করছে। এমন অবস্থা চলতে থাকলে শ্রমিকরা না খেয়ে থাকবে। ফলে মানবিক বিপর্যয়ের মধ্যে পড়তে পারে।
বিডি প্রতিদিন/হিমেল