নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে নোয়াখালীতে প্রতীকী অনশন পালন করেছে জেলা বিএনপি। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাব চত্ত্বরে পুলিশি পাহারায় এই কর্মসূচি পালিত হয়।
জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দীন দুখু, শহর যুবদলের নেতা জিএস হারুন ও জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক ফারুক আল ফাহাদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল