কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরীর বিদায়ী সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরুকে বরণ করে নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আফসারের সঞ্চালনায় এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু, জেলা পরিষদ সদস্য মো. শফিক মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, উপজেলা সিঃ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, র্যাব-১৫ এর টেকনাফ স্কোয়াড্রন লিডার এএসপি আবু সালাম চৌধুরী, পুলিশ পরিদর্শক ট্রাফিক ফারুক আল মামুন ভুঁইয়া, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না প্রমূখ।
সভায় বক্তারা বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি সুচারুরূপে প্রশাসনিক দায়িত্ব করেছেন বলে অভিমত ব্যক্ত করেন। বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী বলেন, আমি সব সময় চেষ্টা করেছি এই উপজেলার মানুষের জন্য কাজ করতে। আর কাজের প্রতিটি ক্ষেত্রে পেয়েছি আপনাদের অকৃত্রিম ভালবাসা ও সহযোগিতা। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরীকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান এবং নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরুকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহেদ হোসেন, থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ। পরে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় জানান ইউএনও পারভেজ চৌধুরী ও সহধর্মিণীকে। এ সময় নবাগত ইউএনও মোহাম্মদ কায়সার খসরুকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
বিডি প্রতিদিন/ফারজানা