কক্সবাজার থেকে ১৩তম দফায় নোয়াখালীর হাতিয়ার বিচ্ছিন্ন দ্বীপ ভাসানচরে পৌঁছেছে আরও ১ হাজার ৯৯৭ জন রোহিঙ্গা। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৫৮১ জনে।
বুধবার দুপুরে নৌবাহিনীর ৫টি জাহাজ যোগে রোহিঙ্গারা ভাসানচর পৌঁছায়।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ১৯৯৭ জন রোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর সেখান থেকে গাড়ির মাধ্যমে ৭১, ৭২, ৮৪ ও ৮৫ নং ক্লাস্টারে বসবাসের জন্য হস্তান্তর করা হচ্ছে।
এ ছাড়া গত বছর মে মাসে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে রাখা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা