দ্রব্যমূল্য বৃদ্ধির ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাটোর জেলা বিএনপি প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে শহরের আলাইপুর জেলা বিএনপি'র অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বিডি প্রতিদিন/ফারজানা