নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নাটোর জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শামীমা লাইজু নীলা, সাধারণ সম্পাদক রইস উদ্দিন সরকার ও সদস্য অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়।
বক্তারা বলেন, প্রতিদিনই নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বাজারে যাওয়া। সরকার সঠিকভাবে বাজার মনিটরিং করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করলে বাজারে নিত্যপণ্যের মূল্য কমে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো।
বিডি প্রতিদিন/এমআই