মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাহী পরিষদ-২০২২ নির্বাচনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. রোকেয়া বেগম।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতি পদে প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ, সহ-সভাপতি পদে মো. আশরাফুল আলম, সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. মো. মাসুদার রহমান, কোষাধ্যক্ষ পদে ড. মো. নাজমুস সাদেকীন, যুগ্ম সম্পাদক পদে ড. মো. রোস্তম আলী, দপ্তর সম্পাদক পদে ড. মো. আবীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. আব্দুর রাজ্জাক, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মো. আহসান হাবীব, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে বৃষ্টি চক্রবর্তী এবং নির্বাহী সদস্য পদে প্রতুল দীপ্ত সমাদ্দার, ড. আশরাফ হোসাইন তালুকদার, ড. মো. খাইরুল ইসলাম, মো. মনিরুজ্জামান মুজিব, ড. আশেকুল ইসলাম ও মুহাম্মদ জসীম উদ্দিন শপথ গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ