দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে পৃথক প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। বুধবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর সদরে দলীয় কার্যালয়ের সামনে দক্ষিণ জেলা বিএনপি এবং অশ্বিনী কুমার হলের সামনে উত্তর জেলা বিএনপির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে বক্তব্য দেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, সাবেক সংসদ সদস্য মো. আবুল হোসেন খান, জেলা বিএনপির সদস্য সচিব আক্তার হোসেন মেবুল, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীনসহ প্রমুখ।
অন্যদিকে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান শহীদুল্লাহর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল