বগুড়ার গাবতলীতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা করেছে উপজেলা পরিষদ। গাবতলী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ১০ হাজার মানুষ এতে অংশ নেন। সভায় প্রধান অতিথি ছিলেন গাবতলী উপজেলা চেয়ারম্যান মো. রফি নেওয়াজ খান রবিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন আদর্শ মানুষ, বঙ্গবন্ধু সব সময় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এই মহান নেতার কারণে আজ আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করেছি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা টি এম মুসা পেস্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম মুক্তা, মোছাঃ রেকসানা আকতার, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা আব্দুর রাজাক মিলু, সাধারণ সম্পাদক এ আই ফয়সাল খান জনি, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোছাঃ রাশেদা খানম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক আব্দুর সবুর, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুর শাকুর, সাধারণ সম্পাদক মো. রেজাউল বারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, সাধারণ সম্পাদক আব্দুর গফুর বিপ্লব, মাজিয়া আকতার, নুসরাত জসহানসহ বিভিন্ন পযার্য়ের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মো. মোস্তাফা কামাল শ্বপন, মিষ্টি, মুশফিকুর রহমান নবিব।
বিডি প্রতিদিন/ফারজানা