রংপুরের কাউনিয়ায় মধু কৃঞ্চ ত্রয়োদশী উপলক্ষে বুধবার সকালে পাঞ্জর ভাঙ্গা কেন্দ্রীয় মহাশ্মশানে হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ তিস্তা নদীতে নবগয়ায় গঙ্গা স্নান করেছেন। এ উপলক্ষে আগের রাতে কীর্তন অর্চনা করা হয়।
ভোর থেকে বিভিন্ন এলাকার ভক্তরা কেন্দ্রীয় শ্মশানে এসে জমায়েত হয়। পূজা অর্চনা ও স্নান শেষে গঙ্গা দেবীকে বিসর্জনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ভক্তরা জানান, গঙ্গা নদীর মূর্তিস্বরূপ এক দেবী। হিন্দুধর্মে এই দেবী বিশেষ গুরুত্বপূর্ণ স্থানের অধিকারিণী। সনাতনধর্মীরা বিশ্বাস করেন, গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ মুছে যায় এবং জীব মুক্তি লাভ করে।
এসময় উপস্থিত ছিলেন পুরোহিত পরেশ চক্রবতী, মহাশ্মশানো দাতা সদস্য দিজেন্দ্র নাথ, রাজেন্দ্র নাথ, রবীন্দ্রনাথ নাথ, শারীন চন্দ্র বর্ম্মন প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা