আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম বাড়াবে না বলে অঙ্গীকার করেছেন চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই অঙ্গীকার করেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।
জেলা প্রশাসক জানান, বৈঠকে ব্যবসায়ীদের কাছ থেকে পণ্যের মজুদ সম্পর্কে জানতে চাওয়া হলে তারা জানান, জেলায় পর্যাপ্ত পণ্য মজুত আছে। কাজেই পণ্যের দাম আর বাড়বে না। এরপরও যদি কোনো অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক আরও বলেন, রমজানে নিত্যপণ্যের বাজার তদারকির জন্য কয়েকটি টিম গঠন করা হয়েছে। যারা সার্বক্ষণিক বাজার তদারকি করবে।
বিডি প্রতিদিন/ফারজানা