জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ৫১ অসহায় ও বেকার দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত রফিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা পরিষদ সদস্য আব্দুর রহিম স্বাধিন প্রমুখ। সেলাই মেশিন পেয়ে আক্কেলপুর উপজেলার ওই ৫১ নারী কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/এএ