পঞ্চগড়ে বিএনপির প্রতিকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এই অনশন পালিত হয়। বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে অসংখ্য নেতাকর্মী এই অনশনে যোগ দেন। অনশন কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপির নেতা কর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে বিছানা পেতে বসে পড়েন। ছাত্রদল, যুবদল, মহিলা দলসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরাও অনশনে যোগ দেন।
অনশনে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম, মহিলা নেত্রী লায়লা আঞ্জুমান্দ বানু মুক্তি, জেলা জাসাসের আহবায়ক ইউনুস শেখ, জেলা যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান বাবু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ