বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে মোকামতলা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সচেতন এলাকাবাসী ও মোকামতলা প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে সাংবাদিক ছাড়াও এলাকার কয়েকশত মানুষ অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য শফিকুল ইসলাম, মিজানুর রহমান বাদল, শাহ্ আলম, যুবলীগ নেতা এম.এ মারুফ মন্ডল, শিক্ষক রাসেল আহম্মেদ, সাংবাদিক এনামুল হক, শফিউল আলম ডিউ, আতিক রহমান, কনক দেব, রুহুল আমিন, খালিদ হাসান প্রমুখ।
মানববন্ধন থেকে দোষীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানানো হয়। একই সাথে ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান বক্তারা।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার মোকামতলা হাটের নানা অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক উত্তরের দর্পণ পত্রিকার মোকামতলা প্রতিনিধি আবু জাফর ইকবাল এবং দৈনিক করতোয়া পত্রিকার অনলাইন স্টাফ রিপোর্টার রাহাতুল আলমের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।
বিডি প্রতিদিন/আবু জাফর