বগুড়ায় বিভিন্ন দাবিতে বুধবার বিক্ষোভ সমাবেশ করেছে কৃষক সমিতি জেলা শাখা। এদিন বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথায় বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
কৃষক সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা শাখার সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্নাহ, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক হাসান আলী আলাল, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহাগসহ আরও নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সমাজ ব্যবস্থায় যদি কৃষক তার মূল্য না পায় তবে তারা এক সময় উৎপাদন বন্ধ করে দেবে। উৎপাদিত পণ্যের খরচ এখন আর বিক্রিত মূল্যের থেকে কম হচ্ছে। কৃষক তার উৎপাদিত পণ্যের দাম না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। একবার সবাই ভাবুন কৃষকরা যদি উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে আমাদের আমদানি নির্ভর হতে হবে। তাই কৃষকদের এগিয়ে নিতে হবে। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যের জন্য সরকারকে সরাসরি ক্রয় কেন্দ্র স্থাপন করতে হবে। কৃষকদের ন্যায্য মূল্যে সার সেচের ব্যবস্থা করতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থার ব্যবহার ঘটাতে হবে।
বিডি প্রতিদিন/এমআই