দিনাজপুর সেক্টর আন্তঃব্যাটালিয়ন বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ফুলবাড়ী ২৯ বিজিবি ৫০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। এতে ২৭ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছেন দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এর আগে ফুলবাড়ী ২৯ বিজিবি'র সার্বিক ব্যবস্থাপনায় গত ২৭ মার্চ থেকে শুরু হয়ে ২৯ মার্চ পর্যন্ত তিন দিন ব্যাপী দিনাজপুর সেক্টর আন্তঃব্যাটালিয়ন বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দিনাজপুর সেক্টরের অধীনস্থ তিনটি ব্যাটালিয়ন অংশগ্রহণ করেন। দলগুলো হল- জয়পুরহাট ২০বিজিবি ব্যাটালিয়ন, ফুলবাড়ী ২৯বিজিবি ব্যাটালিয়ন ও দিনাজপুর ৪২বিজিবি ব্যাটালিয়ন।
প্রতিযোগিতায় ফুলবাড়ী ২৯ বিজিবির সিপাহী মো. সোহাগ মিয়া শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং ফুলবাড়ী ২৯ বিজিবির ল্যান্স নায়েক মো. আল মামুন শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। খেলা শেষে সন্ধ্যার আগে বিজয়ীদল এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মাদ গোলাম মহিউদ্দিন খন্দকার।
আন্তঃব্যাটালিয়ন বাস্কেটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মাদ গোলাম মহিউদ্দিন খন্দকার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. শরীফ উল্লাহ আবেদ, জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম, দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম। এ সময় ২৯ বিজিবি’র উপ-অধিনায়ক ও কোয়ার্টার মাষ্টারসহ সর্বস্তরের সৈনিকগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর