টেকনাফ সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের অদূরে বঙ্গোপসাগর এলাকা থেকে কোস্টগার্ড সদস্যরা ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছেন। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ কোস্টগার্ড গোয়েন্দা পরিদপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান (বিএন) গণমাধ্যমে এসব তথ্য জানান।
তিনি জানান, লে. কমান্ডার এম আমিনুল সাজ্জাদের নেতৃত্বে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মায়ানমার সীমানা হতে বাংলাদেশের সীমানায় একটি কাঠের নৌকা প্রবেশ করতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার সংকেত দেন। কিন্তু নৌকাটি না থেমে দ্রুত মায়ানমার সীমান্তের দিকে পালিয়ে যেতে থাকে। এ সময় নৌকা থেকে সাদা রংয়ের একটি বস্তা সমুদ্রে ফেলা হয়। পরে বস্তা উদ্ধার করে ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল