নোয়াখালী পৌর শহর এলাকায় ফোর লেনের ভূমি অধিগ্রহণকৃত ভূমি জটিলতায় ও স্থাপনার ক্ষতিপূরণ দেওয়ার পর সড়কের পাশ থেকে স্থাপনা না সরানোয় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নোয়াখালী পৌর শহরে এ অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাইজদী বাজার থেকে সোনাপুর পর্যন্ত আনুমানিক ৬ কিলোমিটারে এ অভিযান পরিচালিত হবে। এটুকু জায়গায় ইতিমধ্যে অধিগ্রহণ ও স্থাপনা সরানোর জন্য ক্ষতিপূরণও দেওয়া হয়। কিন্তু অনেকে এখনো পর্যন্ত স্থাপনা না সরানোয় সড়ক উন্নয়নে ধীরগতি দেখা দেয়। ফলে বাধ্য হয়ে প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।
জানা যায়, সোনাপুর থেকে চৌমুহনী চৌরাস্তা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক ফোরলেনে উন্নিতকরণের কাজ শুরু হয় ২০১৭ সালে। ইতিমধ্যে টিভি সেন্টার থেকে চৌরাস্তা পর্যন্ত কাজ সম্পূর্ণ হলেও আটকে যায় মাইজদী বাজার থেকে সোনাপুর পর্যন্ত। দীর্ঘদিন অধিগ্রহণ জটিলতার কারণে এ জায়গাটুকুর কাজ করতে পারেনি ঠিকাদার।
বিডি প্রতিদিন/এমআই