দিনাজপুরের বিরামপুরে নিজ বাড়ী থেকে মোশারফ হোসেন ঝন্টু নামে একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ নিয়ে নানা গুঞ্জন উঠেছে।
বুধবার দুপুরে বিরামপুর উপজেলার পৌর শহরে মোশারফ হোসেনের নিজ বাড়ি থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারনা ৩/৪ দিন আগে তিনি নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মৃত মোশারফ হোসেন ঝন্টু (৬৫) বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর এলাকার আব্দুল জলিলের ছেলে এবং এক বাসের সুপারভাইজার ছিলেন।
স্থানীয়রা বলছেন, মোশারফ হোসেন ঝন্টু একটি বাসের সুপারভাইজার হিসেবে কাজ করতেন। তার বাড়িতে তিনি একাই থাকতেন। স্ত্রী, ছেলে মেয়ে কেউই তার সঙ্গে থাকতেন না। বুধবার সকালে মৃতের বাড়ি থেকে লাশের দুর্গন্ধ বের হলে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মোহন্ত এর সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেয়া খবরে ওই ঘটনাস্থল থেকে মোশারফের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারনা করা যাচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে আসল ঘটনা কি।
বিডি প্রতিদিন/এএম