নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রতীকী গণঅনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে আজ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এই প্রতীকী গণঅনশন পালন করা হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে গনঅনশনে অংশগ্রহণ করেন জেলা শহর বিএনপির নেতা কর্মীসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএ