শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমান উল্লাহ বাদশা মারা গেছেন। বুধবার সকালে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আমান উল্লাহ বাদশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর ধরে তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ তাকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার বাদ আসর রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামে আমান উল্লাহ বাদশার নিজ বাড়ির সামনে মসজিদ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল