ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকবাল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ইকবাল মিয়া ওই এলাকার মৃত আব্দুর রউফ মিয়ার তৃতীয় ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, পশ্চিমপাড়া এলাকার পৈত্রিক জায়গায় নির্মাণাধীন সীমানা প্রাচীরে বৈদ্যুতিক মোটরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ইকবাল মিয়া। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর