গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবির ঘটনার পরদিন নিখোঁজ এক নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। নিহত আকলিমা আক্তার (৫৫) কাপাসিয়া উপজেলা বাড়ইগাও গ্রামের মৃত আয়েস আলীর স্ত্রী।
কাপাসিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব অফিসার আওসাদ মিয়া জানান, আকলিমা আক্তার আত্মীয়ের বাড়িতে বেড়ানোর জন্য পার্শ্ববর্তী জেলা নরসিংদীর লাখপুরে যাচ্ছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি কাপাসিয়া উপজেলা দূর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজার এলাকায় অন্যান্য যাত্রীর সাথে নৌকা দিয়ে শীতলক্ষ্যা নদী পাড় হচ্ছিলেন। কিন্তু মাঝপথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী নৌকার সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়া যাত্রীদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে অন্যান্য যাত্রীদের উদ্ধার করতে পারলেও নিখোঁজ রয়ে যান আকলিমা আক্তার। কাপাসিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা টঙ্গী ফায়ার সার্ভিসে ডুবুরি দলসহ অভিযান পরিচালনা করলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তার লাশ উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো. আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলার নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম।
তিনি আরো জানান, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার তারাগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ওই নারীর লাশ ভেসে উঠে। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্র্ভিস কর্মীরা ওই নারীর লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এএম