চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিভিন্ন অনিয়মের কারনে সভাপতি ও সাধারন সম্পাদক প্রার্থীগনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল ৫টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক লিখিত বক্তব্যে বলেন, জেলার আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক দলের ভালোর জন্য অন্য কারো পরামর্শ গ্রহন করেন না।
এছাড়া আসন্ন সম্মেলনের তারিখ, স্থান নির্বাচন, নির্বাচন কমিশন নিয়োগ, অতিথিবৃন্দ সম্পর্কে চাঁদপুর জেলার কোন আসনের এমপি প্রার্থীগন এবং আমরা যারা এই নির্বাচনে বিভিন্ন পদপ্রার্থী কারো সাথে আলোচনা না করে এককভাবে সিদ্ধান্ত গ্রহন করেছেন। মানিক সাহেব বিএনপির গঠনতন্ত্রের ধারা-৬(খ), উপধারা (৭), পাতা-২৮ মতে কেন্দ্রের অনুমোদন ছাড়া কেহ কোন কমিটি ভাঙ্গতে পারেন না। তিনি ২৩ অক্টোবর ২০২১ সালে চাঁদপুর সদর উপজেলা, চাঁদপুর পৌরসভা ও হাইমচর উপজেলার ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ভেঙ্গে দিয়ে সম্মেলনের জন্য অনুমোদিত ১ হাজার ৫শ ১৫ জন কাউন্সিলর থেকে ৬৮ জন নেতাকে বাদ দিয়ে নিজ স্বাক্ষরে এবং নিজ পছন্দের ৬৮ জনকে কাউন্সিলর তালিকায় সংযুক্ত করে ৩টি কমিটি অনুমোদন দেন, যাহা গঠনতন্ত্র পরিপন্থী।
এছাড়াও আসন্ন ২রা এপ্রিল-২০২২ চাঁদপুর জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দলের মধ্যে অনৈক্য, বিশৃঙ্খলা, হানাহানি এড়িয়ে চলার জন্য ১৫টি সাংগঠনিক ইউনিটকে স্ব স্ব এলাকায় নিজস্ব মতামত দলের মহাসচিব এর নিকট প্রেরন করার জন্য এই সংবাদ সম্মেলনে অনুরোধ জানান।
এসময় জেলা বিএনপির সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান শাহিন, এ.এস এম কামাল উদ্দিন এবং সাধারন সম্পাদক প্রার্থী মোস্তাফা খান সফরি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক। সাংবাদিকদের মধ্যে, প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারন সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রেনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ