বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামের খলিল মিয়ার ছেলে বাচ্চু মিয়ার (৩০) ঝুলন্ত লাশ আজ বুধবার একটি আশ্রয়ন থেকে উদ্বার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী স্থানীয় এক নারীর সাথে কয়েক মাস পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাচ্চুর। এরপরই শুরু হয় পারিবারিক কলহ এবং গত প্রায় ১৫ দিন ধরে অসংলগ্ন আচরণ করতে থাকে বাচ্চু পরিবারের সদস্যদের সাথে।
নিহত বাচ্চুর স্ত্রী আসমা বেগম বলেন, প্রতিবেশী স্থানীয় একটি মেয়ের সাথে প্রেম চালিয়ে যাচ্ছেন, এ বিষয়ে বাধা দিলে স্বামী বাচ্চু মিয়া বিভিন্ন সময়ে তাকে মারধর ও ঘরের মালামাল ভাঙচুর করে।
তিনি আরও বলেন, মঙ্গলবার ঝগড়াঝাঁটি করে ঘর থেকে বের হয়ে যায়, রাতে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির আঙ্গিনায় একটি গাছের সাথে তার ঝুলন্ত লাশ পাওয়া গেছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ