দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হয়েছে জাতীয় শ্রমিক লীগ জয়পুরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। বুধবার দুপুরে শহরের শিল্পকলা একাডেমীতে এ সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি নুর কুতুব আলম মান্নান।
জেলা শ্রমিক লীগের সভাপতি হবিবর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে.এম আজম খসরু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহসভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল, গোলাম হক্কানী, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এএম