চুয়াডাঙ্গায় পুলিশের এসআই পরিচয়ে পাত্রী দেখতে এসে গ্রেফতার হয়েছেন সোহেল রানা (২৬) ওরফে সুমন নামে এক প্রতারক। মঙ্গলবার রাতে পৌর এলাকার শেখপাড়া থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। অভিযুক্ত সোহেল রানা কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের আজিবার মন্ডলের ছেলে। তিনি এক বছর আগেও পুলিশ পরিচয়ে প্রতারণা করতে এসে চুয়াডাঙ্গায় গ্রেফতার হয়েছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শেখপাড়ার জহুরুল ইসলাম মানিকের মেয়েকে পাত্রী দেখতে আসেন। অভিযুক্ত সোহলে রানা পাত্রীপক্ষের কাছে নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন। যশোর মণিরামপুর থানায় কর্মরত আছেন। এসময় তার কথা বার্তায় সন্দেহ হলে গৃহকর্তা মণিরামপুর থানায় যোগাযোগ করেন। এতে প্রতারক সোহেল রানার পরিচয় ভুয়া প্রমাণিত হয়। পরে চুয়াডাঙ্গা সদর থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম