এবারও বিনা টাকায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেলেন নেত্রকোনা জেলার ৬২ জন তরুণ। পুলিশ সুপার মো. আকবর আলী মুনসীর তত্ত্বাবধানে দ্বিতীয় বারের মতো মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতায় চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হলেন তারা। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার পুলিশ লাইন চত্বরে যাচাই-বাছাই শেষে ৬২ জনের নাম ঘোষণা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. আকবর আল মুনসী জানান, গত ১২ মার্চ থেকে জেলা শহরের কুড়পাড়স্থ পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্যান্য সকল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর প্রাথমিকভাবে অনলাইনে আবেদন করেন ২১৭২ জন। এর মধ্যে পিইটি (শারীরিক পরীক্ষা পরীক্ষা) এ উত্তীর্ণ হয়ে ৫৫৪ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৮৫ জন। এদের মধ্য থেকে চূড়ান্তভাবে যাচাইবাছাই শেষে জেলার পুলিশ লাইনে এক অনুষ্ঠানে ৬২ জনের নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, এর আগে গত বছর ২০২১ সালের নভেম্বরে বিনা টাকায় ৪৭ জন নিয়োগ পেয়েছিলেন। জেলার ১৮৮০টি আবেদন জমা পড়ে পুলিশ কনস্টেবল পদে। সেখান থেকে যাচাই বাছাই শেষে ৪৫০ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে সর্বশেষ মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছে ১৪৯ জন।
এবছর অনুষ্ঠিত চূড়ান্ত প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য রাকিবুল হাসান রাসেল, দেওয়ানগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যরা।
বিডি প্রতিদিন/এমআই