বাগেরহাটে কাঁকড়া চাষে প্রযুক্তির সম্প্রসারণ ও বাজারজাতকরণের মাধ্যমে চাষীদের স্বাবলম্বী করতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে জেলা মৎস্য কর্মকর্তা এসএম রাসেল উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি, শহিদুল ইসলামসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশের রপ্তানি আয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী উপাদানগুলোর মধ্যে কাঁকড়ার অবদান ক্রমান্বয়ে বাড়ছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এ দেশের রপ্তানিকৃত মৎস্য সম্পদের মধ্যে চিংড়ির পরেই কাঁকড়ার স্থান। প্রান্তিক পর্যায়ে চাষীদের কাকড়া চাষে স্বাবলম্বী হওয়ার অনেক সুযোগ ও সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
বিডি প্রতিদিন/এএম