পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন বিল-২০২২ সংসদে পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমকে ধন্যবাদ দিয়ে আনন্দ মিছিল হয়েছে।
বুধবার বিকালে শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়ে বিলাশ চত্বরে গিয়ে শেষ হয়। এতে শহরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
মিছিল শেষে সেখানে এক পথসভায় বক্তব্য দেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন বিল-২০২২ পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ