বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বারাকপুর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মৎস্য ঘেরে উল্টেপড়ে মনোয়ারা বেগম (৬৫) নামের এক নারী নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে খুলনা থেকে পিরোজপুরগামী বাসটি খুলনা-বাগেরহাট মহাসড়কের বারাকপুর এলাকার বেইলি ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারায়।
নিহত মনোয়ারা বেগম পিরোজপুর জেলার মৃত হাবিবুর রহমানের স্ত্রী। আহতদের মধ্যে গুরুতর ৩ জনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা করেছে।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, সড়ক দুর্ঘটনায় মনোয়ারা বেগম নামের একজন মারা গেছেন। আহত হয়েছেন ১৫ যাত্রী। আহত তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা বাস থেকে বের হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। দুইজন ফায়ার ফাইটার বাসের ভেতরে প্রবেশ করে তল্লাশি করেছেন। আমাদের জানামতে বাসের মধ্যে কোনো যাত্রী নেই। হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের রেকার দিয়ে বাসটি উঠিয়ে পুনরায় তল্লাশি করা হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ