জেলা তথ্য অফিস বরগুনার আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় জাতীয় মহিলা সংস্থার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুমে সংযুক্ত ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মাদ ওমর ফারুক দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসনেয়ারা চম্পা, চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা ও পৌর কাউন্সিলর রাইসুল আলম রিপন।
গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক ও পারিবারিক সচেতনতা, গুজব, সাম্প্রদায়িক সম্প্রতি, বাল্যবিবাহ ও যৌতুক ইত্যাদি বিষয়ে সরকারের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বিভিন্ন বয়স এবং পেশার নারীরা ছাড়াও পৌর নাগরিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই