বেনাপোল বন্দরের শ্রমিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বেনাপোল হ্যান্ডিলিং শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বেনাপোল স্থল বন্দর এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল হ্যান্ডিলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অহিদ।
তিনি বলেন, আমার শ্রমিকের ওপর বোমা হামলা ও ভাঙচুরের ঘটনায় আমরা ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল হ্যান্ডিলিং ইউনিয়নের সকল শ্রমিক ও নেতারা।
বিডি প্রতিদিন/এমআই